Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্র

কি সেবা কিভাবে পাবেন

স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র যে সব সেবা প্রদান করা হয়  তা নিম্নরুপঃ

 

'ক'

 

মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনা মূল্যে)

গর্ভবতী সেবা

স্বাভাবিক প্রসব সেবা

গর্ভোত্তর সেবা

এম আর সেবা

নবজাতক এর সেবা 

ই পি আই সেবা

পাঁচ বছরের কম বয়সী শিশূদের সেবা

প্রজনন তন্ত্রের/ যৌনবাহিত রোগের সেবা

ভিটামিন 'এ' ক্যাপসুল বিতরণ।

 

'খ'

 

পরিবার পরিকল্পনা সেবা  (বিনা মূল্যে) প্রদত্ত

জন্ম নিয়ন্ত্রন বিষয়ে পরামর্শ প্রদান।

আই ইউ ডি / কপারটি, ইমপ্লানন, খাবার বড়ি, জন্ম নিরোধক ইনজেকশন,

এন এস ভি /ভ্যাসেকটমি ( স্থায়ী পদ্ধতি ),

পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন/ ব্যবহার জনিত পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতার সেবা প্রদান।

 

'গ'

 

অন্যান্য সেবা বিনামূল্যে প্রদত্ত

সাধারণ রোগীর সেবা

স্বাস্থ্য শিক্ষামূলক সেবা

বয়ঃসন্ধিকালিন সেবা ( কৈশর প্রজনন স্বাস্থ্য সেবা )

 

'ঘ'

 

প্রয়োজনে যেকোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরন।

 

'ঙ'

 

এছাড়া নির্ধারিত কেন্দ্রে বেসিক জরুরী প্রসূতি সেবা/ সমন্বিত জরুরী প্রসূতি সেবা প্রদান করা।

 

 

 

পরিবার পরিকল্পনা

 

        ছোট পরিবার সুখী পরিবার। পরিবারের কল্যাণই পরিকল্পনার উদ্দেশ্য। পরিবারের লোকসংখ্যা নিজেদের আয়ত্বের মধ্যে রেখে পরিবারের সুখ-শান্তি নিশ্চিত করা। ছোট পরিবার গঠন করার জন্য প্রয়োজন পরিবার পরিকল্পনার বা জন্ম নিয়ন্ত্রন। যে সব উপকরন বা যার মাধ্যমে গর্ভ সঞ্চারে বাধা প্রদান করা হয়, সে সমস্ত উপকরণ বা মাধ্যমকে পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি বলা হয়।

 

নিয়ন্ত্রন পদ্ধতি সমূহঃ-

 

১) অস্থায়ী ব্যবস্থা

   ক> জন্ম নিরোধ বড়ি, আযল, ইনজেকশন, নরপ্ল্যান, কপার-টি ( মহিলাদের জন্য)

   খ> কনডম (পুরুষের জন্য)

 

২) স্থীয় ব্যবস্থা

   ক> লাইগেশন ( মহিলাদের জন্য)

   খ> ভ্যাসেকটমি (পুরুষের জন্য)